Ticker

6/recent/ticker-posts

ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক: বেলপাহাড়িতে দেখা মিলল বাঘের পায়ের ছাপ

 

ঝাড়গ্রাম: রাজ্যের জঙ্গলমহল ফের বাঘের আতঙ্কে। শনিবার সকালে ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকার মানিয়াডি জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় গ্রামবাসীরা। তাঁদের দাবি, জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করতে গিয়ে একটি বাঘকে পাশ দিয়ে চলে যেতে দেখেন। এই খবর এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।

বন দফতরের তদন্ত : খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছেছেন বাঁশপাহাড়ি রেঞ্জের বন দফতরের কর্মীরা। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, বাঘটির গলায় কোনো রেডিয়ো কলার নেই, যা দিয়ে তার গতিবিধি নজরদারি করা সম্ভব। বাঘটি কোথা থেকে এসেছে, তা এখনও নিশ্চিত নয়। তবে অনুমান করা হচ্ছে, এটি হয়তো ওড়িশার সিমলিপাল জাতীয় উদ্যান থেকে এসেছে।
অতীতের ঘটনা : এর আগে গত ডিসেম্বর মাসে ওড়িশা থেকে আসা একটি বাঘ ঝাড়খণ্ড হয়ে ঝাড়গ্রামে ঢুকে পড়ে। সেটি পরে পুরুলিয়া ও বাঁকুড়ার জঙ্গলে আশ্রয় নেয়। বন দফতরের কর্মীদের দীর্ঘ চেষ্টার পর সেটিকে ঘুমপাড়ানি গুলি দিয়ে ধরতে সক্ষম হন তাঁরা। পরে বাঘটিকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে ছেড়ে দেওয়া হয়েছিল।
গ্রামবাসীদের আতঙ্ক : নতুন করে বাঘের উপস্থিতির খবর পেয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই জঙ্গলে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছেন। বন দফতর স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং বাঘটির গতিবিধি নজরে রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

ঝাড়গ্রামবাসীর নিরাপত্তা : বন দফতর গ্রামবাসীদের সতর্ক করেছে এবং জঙ্গলে অপ্রয়োজনে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি, বাঘটিকে ধরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ