![]() |
চিনের লাদাখ দাবি: ভারতের চূড়ান্ত কূটনৈতিক প্রতিবাদ |
চীনের শিনজিয়াং অঞ্চলে সম্প্রতি দুটি নতুন প্রদেশ— হেয়ান প্রদেশ এবং হেকাং প্রদেশ— ঘোষণা করেছে বেইজিং। তবে বিতর্ক শুরু হয়েছে, কারণ এই নতুন প্রদেশের মধ্যে কিছু অংশ ভারতের লাদাখে পড়ে বলে দাবি করেছে চিন। এই ঘটনাকে বেআইনি দখলদারি বলে উল্লেখ করে চিনকে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে দিল্লি।
ভারতের প্রতিক্রিয়া:
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট বলেছেন, “লাদাখের যে অংশকে চীন নিজেদের বলে দাবি করছে, তা বেআইনি এবং কোনওভাবেই মেনে নেওয়া যাবে না।” তিনি আরও বলেন, “চীনের এমন পদক্ষেপ ভারতের সার্বভৌমত্বে প্রভাব ফেলবে না।”
পূর্ব ইতিহাস:
- ২০২০ সালে গালওয়ান সংঘর্ষে চীনা ও ভারতীয় সেনাদের মধ্যে উত্তেজনা চরমে ওঠে।
- গালওয়ানে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন, পাল্টা হামলায় চীনেরও বহু সেনা মারা যায়।
- সেই সময় থেকে শুরু করে একাধিক সামরিক এবং কূটনৈতিক বৈঠকের মাধ্যমে লাদাখ সীমান্তে স্থিতাবস্থা ফেরানোর চেষ্টা করা হয়েছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের উদ্বেগ:
বিশেষজ্ঞরা বলছেন, অতীতেও চীন এরকম আগ্রাসী পদক্ষেপ নিয়েছে। ১৯৬২ সালের যুদ্ধ থেকে শুরু করে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষ, প্রতিবারই ভারতকে চ্যালেঞ্জ করেছে চীন।
0 মন্তব্যসমূহ