মূল বিষয়
- পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) পাচ্ছে ৩৮ কোটি টাকা।
- হাইব্রিড মডেলে রাজি হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিশ্চিত করেছে পাকিস্তান।
- ভারত-পাকিস্তান ২০২৭ সাল পর্যন্ত একে অপরের দেশে খেলবে না।
- ভারতের ম্যাচ নিরপেক্ষ স্থানে আয়োজনের জন্য আইসিসি থেকে বাড়তি অর্থ পাচ্ছে পাকিস্তান।
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি
অনেক বিতর্কের পর পাকিস্তান হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নেয়। ভারত স্পষ্ট জানিয়ে দেয়, রোহিত শর্মা এবং বিরাট কোহলিরা পাকিস্তানে গিয়ে খেলবেন না। তাদের ম্যাচ নিরপেক্ষ কোনো দেশে আয়োজনের দাবি তোলে বিসিসিআই। প্রথমে পাকিস্তান এতে অসম্মতি জানালেও, দীর্ঘ আলোচনার পর তারা হাইব্রিড মডেল মেনে নেয়।
আইসিসি জানিয়েছে, ভারতীয় দলের ম্যাচগুলো নিরপেক্ষ স্থানে অনুষ্ঠিত হবে। তবে এখনও সেসব ভেন্যুর নাম ঘোষণা করা হয়নি। নিরপেক্ষ স্থানে ম্যাচ আয়োজনের খরচ পাকিস্তানের বহন করতে হবে। তাই আইসিসি পাকিস্তানকে বাড়তি টাকা দিচ্ছে।
পাকিস্তানের মুখরক্ষা ও লাভ
ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া এই বিষয়টি নিয়ে বলেন,“পাকিস্তানের আর্থিক ক্ষতি হয়নি, বরং তাদের লাভ হয়েছে। হাইব্রিড মডেলে রাজি হওয়ায় মুখরক্ষা হয়েছে। উপরন্তু আইসিসি ভারতের ম্যাচ আয়োজনের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছে।”
তবে আকাশ আরও উল্লেখ করেন, ভারতীয় সমর্থকদের অনুপস্থিতিতে পাকিস্তানের পর্যটনে ক্ষতি হবে। ভারত থেকে দর্শকরা পাকিস্তানে গেলে তা তাদের পর্যটন খাতের জন্য মুনাফা বয়ে আনত।
ভারত-পাকিস্তান সম্পর্ক ও ভবিষ্যৎ সিদ্ধান্ত
২০২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তান পরস্পরের দেশে গিয়ে খেলবে না। আইসিসি ইতিমধ্যে পাকিস্তানের দাবিও মেনে নিয়েছে যে, ভারতে কোনো আইসিসি প্রতিযোগিতা হলে পাকিস্তান সেখানে গিয়ে খেলবে না।
শ্রীলঙ্কা নাকি আরব আমিরশাহি?
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়ার কথা। তবে পাকিস্তান চাইছে ম্যাচগুলো শ্রীলঙ্কায় হোক। এই বিষয় নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আইসিসি এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করতে পারেনি।
0 মন্তব্যসমূহ